New Update
/anm-bengali/media/media_files/y82JS8QRnyPMZlBtiMur.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মোচার (Cyclone Mocha) জেরে এখন বঙ্গে আতঙ্ক। বৃষ্টির মুখ (Rain) দেখতে পাচ্ছে না বাংলা আর তার উপর আবার গরমের উত্তাপ বাড়ছে ক্রমশ। একেবারে নাজেহাল অবস্থা মানুষের। সকলের দাবি, হয় বৃষ্টি হোক আর নইলে গরম কমুক। কিন্তু কোনোটাই হচ্ছে না আর হলেও বা কবে হবে সেটার কোনো লক্ষণ নেই। তবু এর মাঝেই ভালো খবর পাওয়া গেলো। জানা গেছে যে কাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা (Temperature)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us