/anm-bengali/media/media_files/2025/07/11/whatsapp-i-2025-07-11-14-08-59.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা থেকে পরিচালিত একটি শেয়ার বাজার সংক্রান্ত সংস্থার বিরুদ্ধে তোলপাড় করা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। দিল্লির এক দম্পতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র কাছে সরাসরি অভিযোগ জানিয়ে জানিয়েছেন, তাঁদের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা শেয়ার বিনিয়োগের নাম করে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ ঘিরে তদন্তে নেমে জানা গিয়েছে, শুধু ওই দম্পতি নন, বাজার থেকে প্রায় ৯৩ কোটি টাকা এই একই কৌশলে আত্মসাৎ করা হয়েছে!
অভিযুক্ত সংস্থার নাম BRH Wealth Creator। সংস্থাটি ২০০৪ সালে কলকাতার তপসিয়া এলাকায় রেজিস্ট্রার হয়। মূল অভিযুক্তের নাম মুরুগেশ দেবসারিয়া, যিনি এই সংস্থার কর্ণধার। অভিযোগ, সংস্থার তরফে ফোন নম্বর জোগাড় করে সাধারণ মানুষকে টার্গেট করে নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করতে প্রভাবিত করা হতো। একবার ফাঁদে পড়লেই শুরু হত টাকা নেওয়ার পালা—আর শেষ হত নিঃস্ব করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
এই প্রতারণার জাল ছড়িয়েছিল একটি বেসরকারি ব্যাংক মারফত, যেখানে অ্যান্থনি নামে এক ব্যক্তি উচ্চপদে কাজ করতেন। তিনিই এই আর্থিক কারচুপি চালাতে সাহায্য করতেন বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, ব্যাংকের ভিতরে বসেই এই প্রতারণার বড়সড় নকশা আঁকা হয়েছিল।
সম্প্রতি, ঘটনার মূল অভিযুক্ত মুরুগেশকে গুজরাটের ভাদোদারা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, আরও কয়েকটি রাজ্যে এই সংস্থার শাখা ছিল এবং বহু মানুষ এই চক্রের ফাঁদে পড়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এখন দেখার, সেবি ও পুলিশ প্রশাসন কত দ্রুত এই চক্রের অন্যান্য সদস্যদের হদিস পায় এবং প্রতারিতদের টাকা ফেরতের কোনও রাস্তা তৈরি হয় কি না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us