ফোর্ট উইলিয়ামের বৈঠকে কি হল আজ?

সম্মেলন চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবার ফোর্ট উইলিয়ামে শুরু হল দেশের সামরিক নেতৃত্বের বৃহত্তম বৈঠক—যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫। তিন দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ-সহ সেনার শীর্ষ কর্তারা। সম্মেলন চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে সেনার আধুনিকীকরণ ও সংস্কারের রূপরেখা। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় সেনার উন্নয়নের গতি যেন কোনওভাবেই শ্লথ না হয়। যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেন তিনি। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর দিকেও জোর দেন।

Modi-in-Kolkata

সূত্রের খবর, মোদী তাঁর বক্তৃতায় “ইন্ডিয়ান আর্মড ফোর্স ভিশন ২০৪৭”-এর লক্ষ্য নির্ধারণ করেছেন। অপারেশন সিঁদুরে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার সফল রণকৌশলের প্রশংসা করেন তিনি। তবে কেবল প্রশংসায় সীমাবদ্ধ না থেকে, সেনার ভবিষ্যৎ রণনীতি ও প্রযুক্তিগত পরিবর্তনের উপর বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন—ভারতীয় সেনাকে আত্মমুগ্ধতায় আটকে না থেকে ক্রমাগত পরিবর্তন ও উন্নয়নের পথে এগোতে হবে। দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারই হতে চলেছে আগামীর মূল অস্ত্র।