/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-03-pm-2025-07-03-22-07-37.png)
নিজস্ব সংবাদদাতা: বিদেশি মেডিকেল ডিগ্রি সংক্রান্ত অযাচিত দাবি করার অভিযোগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তরফে দু’বছরের জন্য স্থগিত করা হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং চিকিৎসক শান্তনু সেনকে। তবে এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ ভুল’ বলে দাবি করলেন তিনি।
শান্তনু সেন বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার এমবিবিএস ডিগ্রি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত। আমি বহু বছর ধরে রেডিওলজিস্ট হিসেবে চর্চা করছি। ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই ডা. সুদীপ্ত রায় আমার পিছনে লেগেছেন।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন এবং মানহানির মামলা দায়ের করবেন। তাঁর অভিযোগ, পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত তা দু’বছরে নেমে আসে। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমাকে পাঁচ দিনও থামাতে পারবে না।”
এই ঘটনার জেরে চিকিৎসক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন দেখার, আইনি পথে এর পরিণতি কোন দিকে যায়।
#WATCH | Kolkata, West Bengal | On being suspended by the West Bengal Medical Council for allegedly making unsubstantiated claims about possessing a foreign medical degree during practice, Former TMC Rajya Sabha MP Santanu Sen says, "This is absolutely wrong. My MBBS degree is… pic.twitter.com/Vsa1VZdUh3
— ANI (@ANI) July 3, 2025