নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিকে সংযুক্ত হচ্ছে পাঁচটি নতুন বিষয়। আগামী শিক্ষাবর্ষ থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে যুক্ত হতে চলেছে মোট পাঁচটি নতুন বিষয়। আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে মঙ্গলবার পাঁচটি বিষয়ের পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে। পাচঁটি বিষয় হলো যথাক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস। জানা যাচ্ছে, পাচঁটি বিষয় থেকেই বাছাই করা টপিক পড়ানো হবে প্রত্যেকটি সেমিস্টারে। এর পাশাপাশি, প্রত্যেকটি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্টে কী কী শেখানো হবে সংসদের তরফে তাও প্রকাশ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/wSNsyqDeiRzEEGfFO0tV.jpg)