Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/05/16/aIxzsmpGschj3Pj11Vlw.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃতীয়তম সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা হয়ে গেল আজ। এদিনের মৎস্য স্টলটি সূচনা হল চিংড়িহাটার ক্যাপ্টেন ভেড়ীতে। এই স্টলটির শুভ সূচনা করেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং আইএএস অফিসার শ্রীমতী রোশনি সেন।
/anm-bengali/media/media_files/Rjn9wYcZ1nUnnuBV7T2G.webp)
/anm-bengali/media/media_files/2025/05/17/2by5u7ggf-856910.jpg)
মূলত, সুফল বাংলা স্টলগুলিতে শাক সবজি খুচরো বা পাইকারি বাজারের তুলনায় কম দামে বিক্রি হয়। তাই সুফল বাংলার স্টলগুলিতে ক্রেতার সংখ্যা সবসময় বেশি থাকে। একই সাথে ক্রেতারা টাটকা সবজিও পেয়ে থাকেন। এবার মাছের ক্ষেত্রেও এই বিষয়টি ঘটবে বলে মনে করা হচ্ছে। অন্তত এমনটাই আশা রাখছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তাই এদিন এই মৎস্য বিক্রয় কেন্দ্রের সূচনা হতেই টাটকা মাছ কিনলেন খোদ মেয়র। মৎস্য মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সেই মাছ বিক্রি করালেন মেয়রকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us