সপ্তাহের প্রথম দিন মেট্রো চলাচল ব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সময়মতো মেট্রো না আসায় যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল ক্ষোভ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Esplanade_metro_station_green_line_12

File Picture

নিজস্ব সংবাদদাতা: নতুন তিনটি মেট্রো রুট পেয়ে কার্যত আনন্দে ভেসেছিল শহরবাসী। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী রইলো না। সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার শহরবাসী। সোমবার সকালে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডরে (ব্লু লাইন) মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সিগন্যালিংয়ের সমস্যার জেরে একের পর এক মেট্রো দাঁড়িয়ে যায়, গতি কমে আসে স্বাভাবিকের তুলনায় অনেকটাই। ফলে সময়মতো মেট্রো না আসায় যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল ক্ষোভ।

অফিস টাইমে মেট্রো যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। ঠিক সেই সময়ই বারবার ট্রেন দেরি করায় প্ল্যাটফর্মে উপচে পড়ে ভিড়। অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে, বাস বা অটো ধরতে শুরু করেন।

এক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন অফিস টাইমে মেট্রোয় সমস্যা হলে কীসের উন্নত পরিষেবা? এতে সাধারণ মানুষই সবসময় হেনস্থার শিকার হন"।

kolkata-metro-line-2_0_1200

অন্য এক যাত্রীর কথায়, “এ আর নতুন কী! এখন তো মেট্রো বিভ্রাট প্রায় নিত্যদিনের ঘটনা। ফলে তাড়াতাড়ি অফিস পৌঁছনোর সুবিধে ম্লান হয়ে যাচ্ছে"।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সিগন্যালিং লাইনে সমস্যার কারণে এ দিন পরিষেবা ব্যাহত হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতির কাজ চলছে এবং সমস্যার সমাধান শিগগিরই হবে।