New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/g5TCnfquy2tgiBa3soSZ.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় আসছে এসি লোকাল ট্রেন। স্টিল বডির যাত্রীবান্ধব এই এসি ট্রেনে সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। অন্যান্য লোকাল এই ট্রেনের মতো কোচগুলি আলাদা হবে না। ভেস্টিবিউলের মাধ্যমে কোচগুলি সংযুক্ত থাকবে। এই ব্যবস্থা মেট্রোতেও দেখা যায়। যাত্রীদের জন্য থাকছে আরামদায়ক বসার আসন, ব্যাগপত্তর রাখার জন্য অ্যালুমিনিয়ামের রেক। থাকবে মেট্রোর মতোই স্ল্যাইডিং ডোর। স্টেশনগুলিতে সুনির্দিষ্ট সময়ের জন্য তা খুলে যাবে। যাত্রী তুলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সাধারণ ট্রেনের বাইরে নির্দিষ্ট রুটে এসি লোকালের জন্য নয়া সময়সূচি তৈরি হবে। অর্থাৎ, বর্তমানে ট্রেনের সময়সরণীতে বিঘ্ন না ঘটিয়ে, এসি পরিষেবা চালু হবে। সময়সূচি, ভাড়া ও যাত্রাপথ নির্ধারনে এখনও বেশ কিছুটা সময় লাগবে, খবর পূর্বরেল সূত্রে।
/anm-bengali/media/media_files/2025/03/11/42w0vdv4UnzhA213nGGG.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us