কলকাতা পুরসভার আবাসনকে মৌরসিপাট্টা বানিয়েছে অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীদের একাংশ

রিটায়ার করে গিয়েছেন। তাও ছাড়ছেন না আবাসনের দখল। কেউ কেউ আবার অন্যত্র ফ্ল্যাট কিনলেও পুরসভার আবাসন ভাড়া দিয়ে মোটা টাকা গুনছেন। কলকাতা পুরসভার আবাসনকে মৌরসিপাট্টা বানিয়েছে অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীদের একাংশ।

আপিল করা হবে পেনশন বন্ধের

এদের বিরুদ্ধে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিমের হুঁশিয়ারি, অবসরের পরও যাঁরা আবাসনের দখল ছাড়ছেন না তাঁদের বিরুদ্ধে কোর্টে যাওয়া হবে। আপিল করা হবে পেনশন বন্ধের।

তাঁরা অবসর নিয়ে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন ওই বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাঁরা এই মুহূর্তে কর্মী আবাসনে রয়েছেন, তাঁরা অবসর নেওয়ার পর ফ্ল্যাটের চাবি তুলে দেবেন ওই বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে।