New Update
/anm-bengali/media/media_files/eEuJByCYbQOI6PvFKsbo.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল আজ কলকাতার মেয়ো রোডে পালন করল ‘সংহতি দিবস’। যুব তৃণমূল এবং ছাত্র সংগঠনের উদ্যোগে বিশাল জমায়েত হয় সেখানে। মঞ্চে উঠে বিজেপিকে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিজেপি ধর্মের নামে দেশে বিভাজন তৈরি করতে চাইছে, আর সেই কাজে সাহায্য করছে কিছু ‘মীরজাফর’।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UU8gSsFBJ6fAfEZcTZOd.jpg)
ফিরহাদ বলেন, সমাজকে এক রাখতে হবে। ধর্মান্ধতার কারণেই পাকিস্তান পিছিয়ে পড়েছে, আর ধর্মনিরপেক্ষতার শক্তিতেই ভারত এগিয়েছে। তাঁর দাবি, বিজেপির সামনে দাঁড়িয়ে লড়াই করছেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, এখন বাংলায়ও ধর্মের নামে উসকানি দেওয়ার চেষ্টা চলছে। কেউ মন্দিরকে সামনে এনে, কেউ মসজিদকে সামনে রেখে মানুষের মন ভোলানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না, সংহতির পক্ষেই থাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us