New Update
/anm-bengali/media/media_files/eHuDspH9EVzOZ6q6PMF8.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ফলে এখনও যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে একাধিক দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যেই। আগুন লাগার ফলে যাত্রীদের মধ্যে বিমান পরিষেবা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে এবার জানা যাচ্ছে, আগুন লাগার ভয়াবহতা কাটিয়ে কলকাতা বিমানবন্দরে চেকিং শুরু হয়েছে। বি পোর্টাল দিয়ে চলছে চেকিং। সি এবং ডি পোর্টাল বন্ধ রয়েছে। বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Update ## Fire in Kolkata Airport Security Check point is Under-control now pic.twitter.com/KuHlbFSPJK
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us