বিসর্জনের আগেই বিপদ! চিংড়িঘাটার সুকান্তনগরে কালীপুজোর মণ্ডপে ভয়াবহ আগুন

আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। চিংড়িঘাটার সুকান্তনগরে কালীপুজোর মণ্ডপে ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিরঞ্জনের জন্য প্রতিমা বের করার পরই আচমকা আগুন লাগে মণ্ডপে। যদিও স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।

ঘটনাস্থল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের ঘটনা। প্রতিমা নিরঞ্জনের পর মণ্ডপ খালি হচ্ছিল, সেই সময় আচমকা আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই হোগলা পাতা ও কাপড়ে মোড়া মণ্ডপ আগুনে গ্রাস করে ফেলে। উপস্থিত ক্লাব সদস্য ও স্থানীয়রা নিজেদের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

খবর যায় বিধাননগর দক্ষিণ থানায় ও দমকল দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তাঁদের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Fire

প্রাথমিকভাবে দমকলের অনুমান, বাজি ফাটাতে গিয়েই অসাবধানতাবশত আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের বাসিন্দা ও ক্লাব সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

স্থানীয় এক বাসিন্দা জানান, “ঠাকুর বেরোনোর পরই আগুন লেগে যায়। সম্ভবত কোথাও থেকে বাজির ছিটে এসে মণ্ডপে পড়ে। আমাদের মণ্ডপ পুরো হোগলা পাতা দিয়ে তৈরি ছিল, তাই আগুন ছড়াতে বেশি সময় নেয়নি। তবে ফায়ার ব্রিগেড দ্রুত এসে পড়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে"।

আচমকা আগুনে বাইপাসগামী রাস্তায় কিছুক্ষণ যানজট তৈরি হলেও, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ ও দমকল যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।