খারাপ খবর: মোচা শুধু নয়, আসছে আরো ঘূর্ণিঝড়!

রাজ্যে এখন একটাই প্রশ্ন, কবে আসছে মোচা? এরই মধ্যে জানা গেলো শুধু মোচা নয়, আঘাত হানবে আরো কিছু ঘূর্ণিঝড়। দেওয়া হয়েছে বিশেষ নাম। দেশভেদে রাখা হয়েছে নামগুলি।

author-image
Anusmita Bhattacharya
New Update
mocha3

নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে সবার নজর একটাই বিষয় নিয়ে আর তা হলো ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। বাংলায় আগামী ১১ তারিখ পর্যন্ত এর সরাসরি কোনও প্রভাব পড়বে বলে দাবি করা হয়নি। অতীতে ইয়াস, আমফানের মতো ঘূর্ণিঝড় তছনছ করেছে বাংলা (West Bengal)। তবে এখানেই শেষ হচ্ছে না। আরো কিছু বিপর্যয় আসা বাকি। 

বঙ্গোপসাগর (Bay of Bengal) এবং আরব সাগরে (Arabean Sea) পরবর্তী যে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে চলেছে তার সম্ভাব্য নামকরণ করতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে বিপর্যয়। পরবর্তী ঘূর্ণিঝড়গুলির সম্ভাব্য নাম এবং তা নির্ধারণকারী দেশগুলি সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। ইরান রেখেছে হামুন, মালদ্বীপের দেওয়া নাম মিধালি, মায়ানমারের দেওয়া নামটি হলে মিচাউঙ্গ, ওমানের দেওয়া নাম রিমাল, পাকিস্তানের দেওয়া নাম আসনা, কাতারের দেওয়া নাম ডানা এবং সৌদি আরবের দেওয়া নাম হলো ফিনগাল।