New Update
/anm-bengali/media/media_files/4yFupb5wBWN7vJ1rWeFN.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বাঁশদ্রোণীতে এক অধ্যাপিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। ওই অধ্যাপিকা একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করতেন। মৃত্যুর আগে এক পুরুষ বন্ধুকে একটি ভিডিও রেকর্ড করে পাঠান ওই মহিলা। ওই ভিডিওতেই নিজের বন্ধুকে আত্মহত্যার কথা জানিয়েছিলেন তিনি। ওই ভিডিও বার্তাটি দেখেই ওই মহিলার বাড়িতে ছুটে আসেন ওই মহিলার বন্ধু। কিন্তু ততক্ষনে প্রাণ হারান ওই মহিলা। স্থানীয় সূত্রে খবর নিজের ভাড়া বাড়িতে নিজের ওই পুরুষ বন্ধুটির সাথেই থাকতেন ওই মহিলা। কিন্তু আত্মহত্যার সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন না ওই পুরুষ বন্ধুটি। মূলত ওই মহিলার ভিডিও বার্তা পেয়েই ছুটে আসেন তিনি। এরপর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/eW8JBUc8xchwVAwWwAdM.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us