সেই যন্ত্রণাদায়ক রাত! মৃত্যুর আগে কী করেছিল আর জি করের নির্যাতিতা?

মৃতার বাবা খুললেন মুখ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mother murder

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-মৃত্যুর মামলায় নিহত চিকিৎসকের বাবা মুখ খুললেন। 

Broken neck, multiple injury marks: Shocking details of RG Kar Medical  College doctor's brutal rape-murder case | Today News

মৃতার বাবা বলেন, "সেদিন সকাল ৮.১০টার দিকে আমার মেয়ে ডিউটিতে চলে যায়। সে ওপিডিতে ছিল এবং রাত ১.১৫ টার দিকে তার মায়ের সাথে শেষ কথা বলেছিল। সকালে যখন আমার স্ত্রী তাকে কল করছিল তখন তার ফোন বেজে উঠছিল কিন্তু কেউ নেই। ততক্ষণে আমার মেয়ে মারা গেছে। ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত কারুর তাকে দরকার পড়েনি, যদিও সে একজন অন-ডিউটি ​​ডাক্তার ছিল। রাজপথে যারা আন্দোলন করছে তারা সবাই আমার ছেলে-মেয়ের মতো। কলেজে তাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পুরো ডিপার্টমেন্ট ছিল সন্দেহভাজন... যারা প্রতিবাদ করছে, আমরা তাদের সাথে আছি... আমি গতকাল সিবিআই-এর আধিকারিকদের সঙ্গে কথা বলেছি কিন্তু বিষয়টি বিচারাধীন হওয়ায় আমি আর কিছু বলতে পারছি না।"

12 arrested for late-night violence at RG Kar; protesters claim police  abandoned them when miscreants showed up | Kolkata News - The Indian Express

আর জি কর মামলায় আজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই আটক করেছে। 

RG Kar rape and murder case | Corruption cry against RG Kar Medical College  and Hospital ex-principal Sandip Ghosh - Telegraph India