/anm-bengali/media/media_files/2025/11/30/cough-syrup-a-2025-11-30-22-05-01.png)
নিজস্ব সংবাদদাতা: কোডিন মিশ্রিত কাশির সিরাপ চক্রের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। রবিবার গ্রেফতার করা হয়েছে ভোলা প্রসাদকে। তিনি ঝাড়খণ্ডের শৈলী ট্রেডার্সের মালিক এবং এই চক্রের মূল অভিযুক্ত শুভম জয়সওয়ালের বাবা। কলকাতা বিমান বন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাঁকে আটক করে সোনভদ্র পুলিশের দল। পুলিশের দাবি, তাঁর পরবর্তী গন্তব্য ছিল সিঙ্গাপুর। তদন্তকারীদের অনুমান, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন ভোলা প্রসাদ। তাঁকে ট্রানজিট রিমান্ডে সোনভদ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং রবার্টসগঞ্জ থানার প্রক্রিয়া শেষ হলে জেল হেফাজতে পাঠানো হবে। উত্তর প্রদেশে কোডিন-ভিত্তিক কাশির সিরাপ তৈরির ও পাচারের একটি বড় নেটওয়ার্কের খোঁজে তল্লাশি আরও জোরদার করেছে প্রশাসন। শুক্রবার রাজ্য খাদ্য ও ওষুধ বিভাগ বারাণসী-ভিত্তিক এই পাচারচক্রের সঙ্গে যুক্ত আরও ১২টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর আগে ২৬টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ জানায়, প্রথম মামলা দায়ের হয়েছিল ১৫ নভেম্বর। পরে সন্দেহজনক আরও ১২টি সংস্থার ঠিকানায় গিয়ে দেখা যায়, অনেক জায়গায় ওই সংস্থাগুলি আর নেই, কোথাও আবার অন্য দোকান। নোটিস পাঠানো হলেও কোনও জবাব না মেলায় নতুন করে মামলা রুজু করা হয় কোটওয়ালি থানায়। গত সপ্তাহে বারাণসী রোহানিয়া এলাকা থেকে প্রায় ৯৩ হাজার বোতল কোডিন-যুক্ত কাশির সিরাপ উদ্ধার হওয়ার পর থেকেই তদন্ত গতি পেয়েছে। উদ্ধার হওয়া এই চালানটির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানা গিয়েছে। গুদাম থেকে মাল তোলার কাজে যুক্ত এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গুদামের মালিক মহেশ সিংহ পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us