আলু চাষ করে রাতের ঘুম উড়েছে কৃষকদের

আলু চাষে চরম সমস্যার মুখে পড়েছেন কৃষকরা। হঠাৎ করে বদলানো আবহাওয়ার কারণে আলু গাছে রোগের উপসর্গ দেখা দিচ্ছে এবং ফলন কমার আশঙ্কা রয়েছে। চলতি বছর বিঘে পিছু ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে, যা আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

author-image
Jaita Chowdhury
New Update
চরম ক্ষতির মুখে আলু চাষিরা

নিজস্ব সংবাদদাতা: আলু চাষ করে রাতের ঘুম উড়েছে কৃষকদের। আলু চাষের মাঝ পথেই হঠাৎ করেই আবহাওয়ার ভোল বদল, চরম দুশ্চিন্তায় কৃষকেরা। হটাৎ করে উধাও শীত , সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে আকাশ, দেখা নেই সূর্যের। আর এই আবহাওয়া আলু চাষের ক্ষেত্রে একেবারেই উপযোগী নয়, ইতিমধ্যে আলু গাছে দেখা দিচ্ছে নানান ধরনের রোগের। পচে যাচ্ছে গাছ, কুঁকড়ে যাচ্ছে গাছের পাতা, এছাড়াও আলু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। 

 

 গাছকে বাঁচিয়ে রাখতে কৃষকরা নামিদামি কোম্পানির ওষুধ দিয়ে আপ্রাণ চেষ্টা করছে আলু গাছকে সঠিক রাখার জন্য । কিন্তু এই আবহাওয়াতে আলু গাছকে কোনমতেই বাঁচিয়ে রাখা যাবে না মনে করছেন কৃষকেরা, এর ফলে কমবে ফলন, বাড়ছে খরচ। ইতিমধ্যে বিঘে পিছু ৩০ থেকে ৩২ হাজার টাকা চলতি বৎসরে আলু চাষে খরচ হয়েছে বলে কৃষকদের দাবি। এত টাকা খরচ করে আবহাওয়ার খামখেয়ালি পোনাতে আলু চাষে চরম ক্ষতি বলছেন কৃষকেরা