ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনকে সাহায্য করবে AI

এই প্রযুক্তি আগামী ৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR

File Picture

নিজস্ব সংবাদদাতা: এসআইআর প্রক্রিয়ার মাঝেই ফের নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার এনুমারেশন ফর্মে ভোটারের ছবি স্পষ্ট না থাকলে সরাসরি ভোটারের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে বিএলওদের। মোবাইল অ্যাপ ব্যবহার করে ছবি তুলতে হবে এবং তথ্য কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। ফলে বাড়ল মাঠপর্যায়ের কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ।

কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় ভুয়ো বা নকল পরিচয় রোধে এবার AI-নির্ভর ফেস-ভেরিফিকেশন সফটওয়্যার ব্যবহার করা হবে। এই প্রযুক্তি আগামী ৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, এনুমারেশন ফর্মে কোনও রকম ভুল বা অসম্পূর্ণ তথ্য পাওয়া গেলে তার দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট বিএলওদের।

BLO-training

বিএলওদের একাংশের অভিযোগ, প্রতিদিনই নতুন নির্দেশিকা আসায় কাজের চাপ আকাশছোঁয়া হচ্ছে। তাঁরা জানান, প্রশিক্ষণের সময় কেবল ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার নিয়ম শেখানো হয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে ফর্ম স্ক্যান, ডিজিটাইজেশন, অ্যাপ-ভিত্তিক ছবি তুলতে বাধ্য করা হচ্ছে— যা প্রশিক্ষণের অংশ ছিল না।

ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে কমিশন চাইছে সম্পূর্ণ ডিজিটাইজড, AI-পরীক্ষিত ফটো-ভিত্তিক ডাটাবেস। তবে মাঠপর্যায়ের কর্মীদের বক্তব্য— সঠিক প্রশিক্ষণ, সময় এবং উপযুক্ত প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই কাজ চালানো কঠিন। এখন দেখার বিষয়, কমিশনের সঙ্গে বিএলওদের আলোচনায় কোনও সমাধান বেরোয় কি না।