‘পরিস্থিতি স্বাভাবিক নয়’, রাজভবন থেকে বেরিয়ে বলল ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সাম্প্রতিক অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন সেই টিমের সদস্যরা। প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় রাজভবনে ছিলেন তাঁরা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
xxxxv

নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন সেই টিমের সদস্যরা। প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় রাজভবনে ছিলেন তাঁরা। রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় টিমের সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক নেই। পরিস্থিতি ঠিক থাকলে যেতে দেওয়া হত বলে মনে করছেন তাঁরা। গত কয়েকদিন ধরে রাজ্যে বার বার বাধার মুখে পড়তে হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। পুলিশি বাধার মুখে পড়ে রীতিমতো সুর চড়িয়েছিলেন তাঁরা। এনআইএ তদন্তের দাবিও জানিয়েছিলেন। এদিন রাজভবনের বৈঠক শেষে ওই টিমের অন্যতম সদস্য তথা প্রাক্তন বিচারপতি নরশিমা রেড্ডি জানান, তাঁরা যাওয়ার চেষ্টা করেছিলেন। যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তাহলে গেলে কী সমস্যা ছিল? সেই সমস্যা তুলেছেন তিনি। তিনি বলেন, রাজ্যপাল বলেছেন বিষয়টি দেখবেন। রাজ্যপালের হাতে রিপোর্ট তুলে দিয়েছেন তাঁরা।