পরীক্ষার দিন বদল হচ্ছে না, ২৮ অগস্টই হবে পরীক্ষা, সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় একই তারিখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
calcutta university

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিনই নির্ধারিত রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা। দিন বদলের অনুরোধ জানিয়ে রাজ্যের শিক্ষা দফতর চিঠি দিলেও, কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য পরীক্ষার দিন পরিবর্তন করা হবে না স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শান্তা দত্ত।

সোমবার সাংবাদিক বৈঠক করে উপাচার্য জানান, সিন্ডিকেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি বৈঠকে উপস্থিত ছিলেন এবং জানান, মুখ্যমন্ত্রী নিজে পরীক্ষা পিছোনোর অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় একই তারিখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে।

tmcp aaaaaaaaaaaaa

শান্তা দত্ত বলেন, “৩০ হাজার পড়ুয়া ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে। কয়েকজনের জন্য তাঁদের প্রস্তুতিতে জল ঢালা সম্ভব নয়। তাই পরীক্ষার দিন ২৮ অগস্টই থাকছে”। তাই কার্যত, মুখ্যমন্ত্রীর অনুরোধকেও অবজ্ঞা করে নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শান্তা দত্ত।