/anm-bengali/media/media_files/JRMBThVNJqeoV2khubDH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল অবশেষে পেলেন স্বস্তি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন আইপিএস গোয়েল, যা গ্রহণ করেছে ডিভিশন বেঞ্চ।
আজ, বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, বিনীত কুমার গোয়েল ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন, তাই মামলাকারীর আবেদন খারিজ করা হচ্ছে।
কী কারণে হয়েছিল মামলা?
গত বছর আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। সেই সময় কমিশনারের পদে ছিলেন বিনীত গোয়েল। এক সাংবাদিক বৈঠকে তিনি নিগৃহীতার নাম প্রকাশ করেন, যা আইনবিরুদ্ধ। সেই কারণেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।
বিনীত গোয়েলের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। ‘গুড ফেথ’-এ তিনি কথা বলেছিলেন, এবং এই বিষয়ে তিনি গভীর দুঃখপ্রকাশ করছেন।
এই প্রসঙ্গে আদালত রাজ্য সরকারকে পরামর্শ দেয়, জুডিশিয়ারি অ্যাকাডেমির মাধ্যমে পুলিশদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে বিনীত কুমার গোয়েলের দুঃখপ্রকাশ তাঁকে আইনি স্বস্তিও দিল।