ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

আরজি কর মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন সিপি

মামলাকারীর আবেদন খারিজ করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cp vineetgoyal

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল অবশেষে পেলেন স্বস্তি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন আইপিএস গোয়েল, যা গ্রহণ করেছে ডিভিশন বেঞ্চ।

আজ, বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, বিনীত কুমার গোয়েল ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন, তাই মামলাকারীর আবেদন খারিজ করা হচ্ছে।

কী কারণে হয়েছিল মামলা?

গত বছর আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। সেই সময় কমিশনারের পদে ছিলেন বিনীত গোয়েল। এক সাংবাদিক বৈঠকে তিনি নিগৃহীতার নাম প্রকাশ করেন, যা আইনবিরুদ্ধ। সেই কারণেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।

rg kar

বিনীত গোয়েলের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। ‘গুড ফেথ’-এ তিনি কথা বলেছিলেন, এবং এই বিষয়ে তিনি গভীর দুঃখপ্রকাশ করছেন।

এই প্রসঙ্গে আদালত রাজ্য সরকারকে পরামর্শ দেয়, জুডিশিয়ারি অ্যাকাডেমির মাধ্যমে পুলিশদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে বিনীত কুমার গোয়েলের দুঃখপ্রকাশ তাঁকে আইনি স্বস্তিও দিল।