/anm-bengali/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-08-20-at-224739-2025-08-20-23-38-02.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কর্মচারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান Employees’ State Insurance Corporation (ESIC) ঘোষণা করল নতুন প্রকল্প SPREE 2025 (Scheme for Promoting Registration of Employer & Employees)।
এই এককালীন প্রকল্পের মূল লক্ষ্য – যেসব সংস্থা এখনও ESIC-এর আওতার বাইরে রয়েছে, তাদের কোনও রকম জরিমানা বা আইনি ঝামেলা ছাড়াই রেজিস্ট্রেশনে উৎসাহিত করা।
SPREE 2025 এর কী কী সুবিধা আছে?
১ ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রেজিস্টার করা যাবে।
২ নিজে ও সমস্ত যোগ্য কর্মচারীদের ESIC-এর আওতায় রেজিস্টার করা যাবে।
৩ অতীতের জন্য কোনও সুদ, জরিমানা বা ক্ষতিপূরণ আরোপ হবে না।
৪ কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, পরিবহণ সংস্থা, বেসরকারি হাসপাতাল, স্কুল-কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান যেখানে কমপক্ষে ১০ জন কর্মী রয়েছেন এবং যেই এলাকা ESIC নোটিফায়েড তারা এর সাথে যুক্ত হতে পারবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/20/esic-regional-office-huda-staff-colony-faridabad-government-organisations-m6vfgz9bjz-2025-08-20-22-24-06.webp)
কোথায় যোগাযোগ করবেন?
এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত সব তথ্য সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটটি হল - www.esic.gov.in
এছাড়া টোল-ফ্রি নম্বর - ১৮০০-১১-২৫২৬
SPREE ২০২৫ কেবল ‘রেজিস্ট্রেশন স্কিম’ নয় — এটি নিয়োগকর্তাদের জন্য শান্তির আশ্বাস এবং কর্মচারীদের জন্য সুরক্ষার প্রতিশ্রুতি। "A secured workforce. A stronger business" – এই লক্ষ্যকে সামনে রেখেই ESIC-এগিয়ে নিয়ে চলেছে এই নতুন পদক্ষেপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us