এনুমারেশন ফর্ম বিতরণে বিপত্তি, লক্ষ লক্ষ ভোটারের খোঁজ নেই পশ্চিমবঙ্গে: নির্বাচন কমিশন

লক্ষ্য একটাই ভুতুড়ে ও নকল ভোটারদের নাম তালিকা থেকে সরানো।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যে বড় তথ্য জানাল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের কাছে গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, কারণ তাঁদের খোঁজই পাওয়া যাচ্ছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ঘনিষ্ঠ সূত্রে খবর, এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকে মৃত, কেউ অন্য রাজ্যে চলে গিয়েছেন, আবার অনেকে ভুতুড়ে বা নকল ভোটার বলেও সন্দেহ করা হচ্ছে।

কমিশনের এক শীর্ষ আধিকারিক জানান, “বিএলওদের মাধ্যমে গণনা ফর্ম বিতরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। যাঁরা নিখোঁজ, তাঁদের চিহ্নিত করতে গ্রাউন্ড লেভেলে নেমে তাঁদের খোঁজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের ক্ষেত্রে কমিশনের কিছু করার নেই”।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে — আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কোনও বৈধ ও প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে না। বরং লক্ষ্য একটাই, যাতে ভুতুড়ে ও নকল ভোটারদের নাম তালিকা থেকে সরানো যায়।

SIR

সূত্রের খবর, এই প্রক্রিয়ায় রাজ্যজুড়ে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন এবং ভোটারদের তথ্য যাচাই করছেন। তবে বহু এলাকায় দেখা গিয়েছে, নির্দিষ্ট ঠিকানায় আর ভোটারদের খোঁজ মিলছে না। ফলে রাজ্যের ভোটার তালিকা থেকে মৃত ও ভুতুড়ে ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ আরও জোরদার হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, এই তথ্য রাজ্যের ভোটার তালিকা পরিশোধন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও প্রকৃত নাগরিকের ভোটাধিকার যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।