একাদশ-দ্বাদশ শ্রেণি নিয়োগ মামলায় বড় পদক্ষেপ, গঠন হল চার্জ

সিবিআইয়ের দায়ের করা মামলায় চার্জ গঠনের সিদ্ধান্ত হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার আলিপুর আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেন। এর ফলে এবার শুরু হবে মামলার পূর্ণাঙ্গ বিচারপ্রক্রিয়া।

এই প্রথমবার, নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের দায়ের করা মামলায় চার্জ গঠনের সিদ্ধান্ত হল। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক ধারা—

১ অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B)
২ তথ্যপ্রমাণ নষ্ট করা (IPC 201)
৩ প্রতারণা (IPC 420)
৪ নথি জাল (IPC 467)
৫ জালিয়াতি (IPC 468)
৬ সজ্ঞানে নথি ব্যবহার (IPC 471)

Ssc

মামলাপত্রে যাদের নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন - প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী, এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, আধিকারিক সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসু, এজেন্ট হিসেবে পঙ্কজ বনশল, নীলাদ্রি দাস-সহ আরও কয়েকজন।

তদন্তকারী সংস্থা জানাচ্ছে, কয়েকদিনের মধ্যেই মামলার শুনানি শুরু হবে। শিক্ষা মহল ও রাজনৈতিক মহলে এই চার্জ গঠনকে বড় মোড় বলে মনে করা হচ্ছে।