New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর ইডির নজরে জামিন পাওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তলব করল ইডি।
/anm-bengali/media/media_files/bjV8dS25F2nKYK6ErvMU.png)
নবম-দশম নিয়গে দুর্নীতি মামলায় তলব করা হল তাকে। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তার। ইডি দাবি করছে যে এই মামলায় আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। জীবনকৃষ্ণের মাধ্যমে কয়েকজনের চাকরি হয়েছিল বলেও দাবি করেছে ইডি। এই বছরের ১৪ মে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন জীবনকৃষ্ণ। গত বছরের ১৭ এপ্রিল ৬৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবনকৃষ্ণ সহাকে গ্রেফতার করেছিল সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us