/anm-bengali/media/media_files/9MCINgrblJdCRvuW6zIr.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের বইল ইডির ঝড়। শুক্রবার সকাল হতেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের মোট ২৫টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি ঝাড়খণ্ডের ধনবাদ ও আশপাশের ১২টি জায়গাতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। মূলত কয়লা চুরি, কয়লা পাচার এবং কয়লা সংস্থার টেন্ডার দুর্নীতির মামলার সূত্রেই এই বৃহৎ অভিযান।
ভোর থেকে সল্টলেকের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। সেক্টর–২ এর এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সেই মুহূর্তেই এলাকায় কার্যত মানুষের জটলা। কিছুক্ষণের মধ্যেই ইডির আরও এক দল পৌঁছয় একে ব্লকেও। দু’টি বাড়িতেই চলছে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি। শুধু কলকাতা নয়—হাওড়ার সলপ মোড়ের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে।
সূত্রের খবর, কয়লা পাচার চক্রের অর্থচক্র, পরিবহন সিন্ডিকেটের যোগ, টেন্ডারের অনিয়ম—সব দিকেই চোখ রাখছে ইডি। সম্প্রতি সিবিআই আদালতে ইডি জানিয়েছিল, এই মামলায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। সেই ইঙ্গিতের পরই নতুন করে এই বিশাল অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/gbqi9FTxNlgAlOOuThmt.jpg)
এদিকে ঝাড়খণ্ডে বিসিসিএল (BCCL)-এর বিভিন্ন টেন্ডার দুর্নীতির মামলায় একাধিক ঠিকাদারের ঠিকানায় হানা দেয় ইডি। ধনবাদের বড় কয়লা ব্যবসায়ী এলবি সিংয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও অভিযান চলছে। তাঁর সংস্থায় এর আগে আয়কর দফতর ১০০ কোটি টাকার নগদ উদ্ধার করেছিল। সিবিআই-ও অতীতে টেন্ডার দুর্নীতির মামলায় তাঁকে অভিযুক্ত করেছিল। সেই নথিই এখন ইডির তদন্তের ভিত্তি।
বাংলা-ঝাড়খণ্ডের সীমান্ত জুড়ে বিভিন্ন কয়লা ব্যবসায়ী, পরিবহনকারী এবং ইসিএল–এর কিছু আধিকারিকের ঠিকানায় একযোগে সমান্তরাল তল্লাশি চালাচ্ছে কলকাতা থেকে পাঠানো ইডির বিশেষ টিম। দুই রাজ্যে একইসঙ্গে এত বড় অভিযান চলায় উত্তেজনা চরমে।
এই তল্লাশিতে ঠিক কী কী উদ্ধার হয়েছে, তাও নজরে রাখছে কেন্দ্রীয় সংস্থা। তবে তদন্তের স্বার্থে বিষয়টি এখনও খোলসা করা হয়নি। ইডি সূত্রের দাবি, কয়লা কাণ্ডে আগামী দিনে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us