সকালে ঢোকা, রাতে বেরোন! সমুদ্র বসুকে ঘিরে উত্তাল রাজনৈতিক মহল

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরায় দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নাম নতুন করে আলোচনায়। ধাবা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দীর্ঘ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

author-image
Tamalika Chakraborty
New Update
samudra basu

নিজস্ব সংবাদদাতা:  রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে সোমবার প্রায় টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন, সঙ্গে নিয়ে যান সমস্ত নথিপত্র। তারপর শুরু হয় দীর্ঘ জেরা, যা রাত সাড়ে দশটা পর্যন্ত চলে। রাতের দিকে দফতরের বাইরে বেরিয়ে এলেও মুখ খুলতে চাননি সমুদ্র। শুধু বলেন, তদন্ত চলছে, যা প্রশ্ন করা হয়েছে, সব কিছুরই উত্তর তিনি দিয়েছেন।

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ইডি বিপুল পরিমাণ নগদ অর্থ, ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল। সেই তল্লাশির সময়ই সমুদ্র বসুর মালিকানাধীন বাইপাস লাগোয়া ধাবাতেও পৌঁছেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘণ্টার পর ঘণ্টা খুঁজে তাঁরা পান ৪৫ লক্ষ টাকা নগদ, পাশাপাশি কয়েকটি নথি ও ডিভাইস। এই উদ্ধার হওয়া তথ্য থেকেই ইডির সন্দেহ আরও গভীর হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়।

Sujit basu

সমুদ্র পেশায় ব্যবসায়ী হলেও, তাঁর নাম প্রথমবার বড় করে উঠে আসে পুর-নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের সূত্র ধরে। এর আগে সুজিত বসুর লেকটাউনের দুই বাড়িতেও ইডি দীর্ঘ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পেয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিগুলিও ইডিকে আরও চিত্র স্পষ্ট করতে সাহায্য করেছে। তদন্তকারীদের দাবি, আর্থিক লেনদেনের একটি বড় অংশ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং সেই সূত্র ধরেই এখন সুজিত বসু–সহ তাঁর ঘনিষ্ঠদের উপর নজরদারি বাড়ানো হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম উঠে আসছে। সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ সেই তদন্তেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইডির হাতে থাকা নথি ও উদ্ধার হওয়া নগদের উৎস নিয়ে তাঁকে আরও একাধিকবার ডাকা হতে পারে বলে অনুমান।