New Update
/anm-bengali/media/media_files/XXHaAtXtY1p2PCZMIoYX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ ১০ দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের। আজ আবার আদালতে পেশ করা হচ্ছে তাঁকে। মন্ত্রী দাবি করেছেন তিনি নির্দোষ, মুক্তি পাবেন। এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আবার হেফাজতে নেওয়ার যাওয়ার আবেদন জানাবে ইডি, এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ তারা ইতিমধ্যেই আরো কিছু তথ্য পেয়েছে। এখন আবার মন্ত্রী আদালতে ঢোকার মুখে একই দাবি করলেন যে তিনি নির্দোষ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us