রেশন-দুর্নীতিতে বিরাট কাণ্ড ঘটাবে ED! তৈরী হচ্ছে কাদের তালিকা?

রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এবার নজরে আরো অনেকে রয়েছে। তালিকা তৈরি করতে চলেছে ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyotipriyo-mullick

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি হেফাজতে জেরার মধ্যে দিয়েই দিন কাটছে জ্যোতিপ্রিয় ওরফে বালুর। রাজ্যের প্রভাবশালী এই মন্ত্রীর গ্রেফতারির পর থেকেই রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছে ইডি। এছাড়াও জ্যোতিপ্রিয়র প্রচুর বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে বলে দাবি করছে ইডি। এবার ইডির নজরে পড়েছেন সেই অ্যাকাউন্ট হোল্ডাররা। বেনামি অ্যাকাউন্টগুলি যাদের নামে রয়েছে এবার একে একে তাদের তালিকা তৈরী করতে চলেছেন ইডির আধিকারিকরা। তারপরই করা হবে একে একে তলব। সন্দেহ করা হচ্ছে যে এই বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলির মাধ্যমেই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। 

hiring.jpg