কাউন্সিলরদের তালিকায় নজর এজেন্সির

রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ কাউন্সিলদের তালিকা তৈরি করছে ইডি। উত্তর ২৪ পরগনার ২৭ টি পৌরসভায় জ্যোতি ঘনিষ্ঠ কাউন্সিলরদের তালিকায় নজর এজেন্সির।

কাউন্সিলরদের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন

উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। এরপর খাদ্যমন্ত্রী হন। বর্তমানে বনমন্ত্রী। স্বাভাবিকভাবেই জেলার বেশ কিছু কাউন্সিলরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, এই কাউন্সিলরদের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে।