New Update
/anm-bengali/media/media_files/FWRwaGtCECEXV5N3L3Mh.jpg)
অয়ন শীল - শ্বেতা চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে ধৃত প্রোমোটার অয়ন শীল ও তার বান্ধবী শ্বেতা চক্রবর্তীর হোয়াটস অ্যাপ চ্যাট। সেখানে একাধিক নামের তালিকা মিলেছে বলে দাবি ইডির। অয়ন ওই তালিকা পাঠিয়েছিল শ্বেতাকে। আর রিপ্লাইয়ে বিভিন্ন সাংকেতিক ইমোজি ব্যবহার করেন শ্বেতা। অয়নের গ্রেফতারির পর তার চ্যাট বক্স থেকে তথ্য উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। এখন প্রশ্ন হল অয়ন কেন শ্বেতাকে নামের তালিকা পাঠিয়েছিল? উত্তরের খোঁজে ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us