New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া ব্যবসায়ীর মাথায় প্রভাবশালীর হাত? খতিয়ে দেখছে ইডি। মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের কোটি কোটি টাকার উৎস কী? পোর্শে থেকে বিএমডাব্লিউ বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক এই ব্যবসায়ী, বলছে ইডি। কৈখালিতে রয়েছে ব্যবসায়ীর ফ্ল্যাট এবং পানশালা। চিনার পার্কে পাওয়া গেছে ব্যবসায়ীর হোটেলের খোঁজ। শুধু কলকাতায় নয়, ব্যাঙ্গালুরুতেও রয়েছে হোটেল, দাবি করছে ইডি। রেশনের গম ভাঙ্গিয়ে খোলা বাজারে আটা বিক্রির অভিযোগ তাঁর বিরুদ্ধে। রেশন ডিস্ট্রিবিউটাররা নাকি তাঁকেই আটার বরাত দিতেন। মোট বরাতের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আটা সরিয়ে ফেলা হত।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us