সিবিআই, ইডি মিলে সব ইস্যুতে তদন্ত করছে
শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভা দুর্নীতি, আর এখন রেশন দুর্নীতি। সিবিআই, ইডি মিলে একযোগে সব ইস্যুতে তদন্ত করছে। তবে সাম্প্রতিক নজরে আসা রেশন দুর্নীতিই দেশের সবথেকে বড় বলে মনে করছেন ইডি আধিকারিকরা।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভা দুর্নীতি, আর এখন রেশন দুর্নীতি। সিবিআই, ইডি মিলে একযোগে সব ইস্যুতে তদন্ত করছে। তবে সাম্প্রতিক নজরে আসা রেশন দুর্নীতিই দেশের সবথেকে বড় বলে মনে করছেন ইডি আধিকারিকরা।
এই ইস্যুতে আগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে রাজ্যের মন্ত্রীর যোগসাজশ আছে বলেই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে ইডি। তাদের আপাতত ধারণা, ভুয়ো রেশন কার্ডে বরাদ্দ চাল-গম খোলা বাজারে বিক্রি করেছেন জ্যোতিপ্রিয়, বাকিবুররা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজ্যে ১ কোটি ৬৬ লক্ষ ভুয়ো রেশন কার্ড নিয়ে কেন্দ্রকে কোনও তথ্য দেয়নি রাজ্য সরকার।