শেষ সুযোগ দিচ্ছি! ED-র সতর্কবাণীতেও অনড় ছিলেন 'কালীঘাটের কাকু'

গত ২০ মে সুজয়কৃষ্ণের বাড়িতে-ফ্ল্যাটে ১৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তদন্তকারীদের মনের মধ্যে।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayk

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জেরা চলাকালীনই আঁচ মিলছিল যে গ্রেফতার হতে পারেন। শেষ পর্যন্ত গ্রেফতারই হলেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে অসহযোগিতা করার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। 

মোট তিন দফায় জিজ্ঞাসাবাদ চলেছে। ইচ্ছাকৃতভাবেই সুজয় তদন্তে অসহযোগিতা করে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ। গত ২০ মে সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হওয়ার সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল। নিয়োগ দুর্নীতির টাকা সুজয়কৃষ্ণের মাধ্যমেই হাতবদল হওয়া নিয়ে লাগাতার জেরার পরও সুজয়কৃষ্ণ মুখ খোলেননি। তদন্তকারীরা দিল্লিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে বার বার তাঁকে সহযোগিতা করতে বলেন এবং শেষ সুযোগ দেন। কিন্তু কাজে দিল না কিছুই।