SIR-এর কারণে দায়িত্ব পালনের সময় BLO-দের মৃত্যু ! ৪ জেলা থেকে পোস্টমর্টেম রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

কেন পোস্টমর্টেম রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ?

author-image
Debjit Biswas
New Update
manojag

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR)-এর জেরে সৃষ্ট চাপ ও কর্মী মৃত্যুর অভিযোগ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। তিনি নিশ্চিত করেছেন যে, তাঁরা অভিযোগ পেয়েছেন যে বিএলও (BLO) কর্মীরা চাপের মুখে অসুস্থ হয়ে পড়ছেন এবং কিছু কর্মীর মৃত্যুর খবরও এসেছে।

মনোজ কুমার আগরওয়াল জানান, তাঁরা বিভিন্ন অভিযোগ পাচ্ছেন যে BLO কর্মীরা অত্যধিক চাপের মধ্যে রয়েছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ইতিমধ্যে জেলাশাসকদের (DMs) নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা BLO কর্মীদের সহায়তা করেন।

Eci

তিনি বলেন,''আমাদের কাছে এমন রিপোর্টও এসেছে যে কিছু BLO কর্মীর মৃত্যু হয়েছে। আমরা চারটি জেলার জেলাশাসককে পুলিশ ও পিএম (পোস্টমর্টেম) রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছি।"