New Update
/anm-bengali/media/media_files/v2HWsi5PIFwBAjqOIzQg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গত রবিবার সকালে দত্তপুকুরে হওয়া ভয়াবহ বিস্ফোরণের মামলায় হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট। 'সবে পরশুদিন ঘটনা ঘটেছে। এমন তো নয় যে অনেক দিনের ঘটনা, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না', মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। বিস্ফোরণকাণ্ডে সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ী।এবার শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে রাজ্যের হাতেই থাকছে তদন্তভার।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us