নিজস্ব সংবাদদাতা: রাজ্যের নতুন নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্যদের জন্য এবার সুখবর। প্রায় ৬০ হাজার পঞ্চায়েত সদস্য বকেয়া মাসিক সাম্মানিক পুজোর মাস থেকেই পেতে শুরু করবেন বলে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নবান্ন। যেসব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়েছে তাঁরাই এই সাম্মানিক পাবেন বলে জানা গিয়েছে। অক্টোবর মাস থেকে সরকার তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। সর্বত্র ভোট গঠন প্রক্রিয়া শেষ হলে ত্রিস্তরের ৭৩ হাজার ৮৮৭ জন এই সাম্মানিক পাবেন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)