নিজস্ব সংবাদদাতা: এবার যাদবপুরের প্রতিবাদী বিক্ষোভকারীদের ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ। যেখানে তাদের 'আজাদী' নিয়ে স্লোগান দিতে দেখা যাচ্ছে। আর এই স্লোগানেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ।
তিনি যাদবপুরের প্রতিবাদী বিক্ষোভকারীদের বিরুদ্ধে গিয়ে বলেন, "অভয়ার ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ, মিছিল বা আন্দোলন থেকে কখন "#আজাদী (স্বাধীনতা) দাবি করে দেশবিরোধী স্লোগান ওঠে আপনি বুঝতে পারবেন না! যাদবপুরে এমনই এক বিক্ষোভের সময় আজাদির পক্ষে স্লোগান ওঠে। চিকিৎসকদের ভালো করে ভাবতে হবে তারা কি এই দেশবিরোধীদের হাতের পুতুল হয়ে উঠছে! কারা বারবার #আজাদীর স্লোগান দিয়ে এই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে তা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একাধিকবার বলেছি যে আন্দোলনের মধ্যে এমন লোক রয়েছে যারা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে চায়। তাই তার পদত্যাগের পরিবর্তে আজাদী স্লোগান দিয়ে আসল ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে"।