New Update
/anm-bengali/media/media_files/H4AbU2qzdLsubcy98Djg.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক বছর আগের সেই রাত। একটা গোটা হাসপাতালে মধ্যরাতে রীতিমতো তান্ডব চালিয়ে গিয়েছিল কিছু মুখোশধারী দুষ্কৃতী। সাংবাদিকরাও ছাড় পায়নি। আজ সেই অভয়া কাণ্ডের একটা বছর পেরিয়ে গেল। আজও একটা বছর কেটে যাওয়ার পরে রাত দখল করতে নামল জুনিয়র ডাক্তাররা পথে। শুক্রবার রাত ৯টায় কলেজ স্ট্রিট থেকে মশাল মিছিল শুরু হয়। চলবে শ্যামবাজার পর্যন্ত। মোমবাতি জ্বালিয়ে হয়েছে প্রতিবাদ। পথে নেমেছে সাধারণ মানুষও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/A7VvFYtBWusZA3cL9T8V.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us