কেন্দ্রের নতুন শ্রম কোড ও তেজস দুর্ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

“সময় বদলেছে, আইনেও পরিবর্তন দরকার”—শ্রম কোড প্রসঙ্গে; তেজস দুর্ঘটনায় তদন্তের দাবি।

author-image
Aniket
New Update
dilip ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় কেন্দ্রীয় সরকারের চারটি নতুন শ্রম কোড কার্যকর করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “দেশ সময়ের সঙ্গে অনেক বদলেছে। পরিকল্পনা কমিশন বদলেছে। ব্রিটিশ আমলের বহু আইন যেমন ভারতীয় ন্যায় সংহিতা সংশোধন হয়েছে, আরও অনেক আইন সংশোধন হওয়া প্রয়োজন। সময়ের প্রেক্ষিতে সব ক্ষেত্রেই পরিবর্তন হওয়া স্বাভাবিক ও প্রয়োজনীয়।”

dilip ghoshhw1.jpg

দুবাই এয়ার শো–তে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, একটি দুর্ঘটনা ঘটেছে। এটি প্রযুক্তিগত নাকি পাইলটের ভুল—এখনও স্পষ্ট নয়। তদন্ত হওয়া জরুরি, কারণ তেজসের জন্য বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে। যদি কোনো ত্রুটি থাকে, তা সংশোধন করতে হবে।”