New Update
/anm-bengali/media/media_files/nTlQVwO6Aun18Y0eJiee.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ভোট জালিয়াতির বিষয়ে ফের একবার রাহুল গান্ধীকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন,''রাহুল গান্ধী রাতে স্বপ্ন দেখেন,এবং সকালে তা নিয়ে বিবৃতি দেন। তিনি প্রতিদিনই হাইড্রোজেন বোমা এবং পারমাণবিক বোমা ফাটান। অথচ তার দল ক্রমশ শেষ হয়ে যাচ্ছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/a866UlF2vSO4Dq7zYJaY.jpg)
এরপর তিনি বলেন,''নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং সেখানে কর্মরত কর্মকর্তারা অত্যন্ত দক্ষ ও নিয়মতান্ত্রিক ভাবে কাজ করছেন। রাহুল গান্ধী শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ করছেন।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us