/anm-bengali/media/media_files/6wHQnuNjhWnGXpANDEz0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, "উত্তরবঙ্গে বন্যার কারণে মানুষ দুর্ভোগে পড়ছে। মমতা সরকারের কোথাও কোনও উপস্থিতি নেই, আমাদের সাংসদ, বিধায়ক, নেতারা প্রথম দিন থেকেই সেখানে মানুষকে সাহায্য করে আসছেন, ফেরার পথে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, তাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল। কে এটা করছে? এই রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমরা এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন এবং এখানে হিংসা সৃষ্টি করে নির্বাচনে জিতছেন। বাংলায় SIR না থাকলে আইনশৃঙ্খলার উন্নতি হবে না, এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হচ্ছে"।
#WATCH | Kolkata | On the attack on BJP MP Khagen Murmu and BJP MLA Shankar Ghosh, BJP leader Dilip Ghosh says, "People are suffering due to floods in North Bengal... The Mamata government has no presence anywhere, our MPs, MLAs, leaders have been helping people there since day… pic.twitter.com/ddan3eblAP
— ANI (@ANI) October 7, 2025
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us