Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tSd8lFhCSzBe6bIU7lMh.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন কী ঘটেছে সেই খতিয়ান দিয়ে গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সময়ে প্রায় ৫৫০টি দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি করেন বিজেপি নেতা। কবজ ইস্যুতে পাল্টা তোপ দেগে দিলীপ বলেন, ''তখন কেন কবজ লাগাননি? রেলের আধুনিকীকরণ করলে আজকে এ দিন দেখতে হতো না। ভাড়া বাড়তে দেবেন না, সুবিধা দেবেন না বলে রেলকে আটকে রেখেছিলেন। পাল্টে দিয়েছিলেন মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। রেলকে লুটেছেন ওনারা। নিজের লোকদের চাকরি দিয়েছেন। রেলে থেকেই দুর্নীতি করতে শিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us