ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ফের ঘটনাস্থল ধাপা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

ফের ধাপায় লাগলো আগুন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: একে তো প্রবল গরমে নাজেহাল বাংলা। কলকাতায় রোজ তাপমাত্রা হু হু করে বাড়ছে। তার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ফের ধাপায় লাগলো আগুন।

Fire

এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রথম অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। বাইপাস থেকে দেখা যায় ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। ধাপার দুর্গাপুর এলাকায় এক গোডাউনের পাশে ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটার পরই এই আগুন ছড়িয়ে পোড়ে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। গোডাউনের ভিতর এতোটাই ঘুটঘুটে অন্ধকার যে আগুনের সঠিক উৎসস্থল খুঁজেই পাচ্ছেন না দমকল কর্মীরা। ফলে আগুন নেভাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এদিকে, আগুন নেভাতে দমকলের সাথে হাতে হাত মিলিয়েছে স্থানীয় বাসিন্দারাও।