New Update
/anm-bengali/media/media_files/veOjISYWiiB4P6XZsBvK.jpg)
BREAKING NEWS: আজ দিল্লিতে দেবকে (Dev Adhikari) সমন পাঠিয়েছিল ইডি (ED)। সেই তলবে হাজিরা দেবার জন্য আজ শুটিং বাতিল করে দিল্লি পৌঁছে গেছিলেন ঘাটালের সাংসদ। দীর্ঘ ৮.৩০ ঘন্টার জেরা শেষে বাইরে বেরোলেন তিনি। ঠিক ৭টা বেজে ৩১মিনিটে বাইরে বেরোলেন দেব।
ইডির সদর দপ্তরে ঢোকার আগে তিনি বলেন, ''চুরি করিনি, তাই কোনও ভয় নেই। যত বার ইডি ডাকবে, আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us