৫০ মিনিট কথা বলেও প্রশ্নের উত্তর নেই ! EC-কে বৈঠকের ট্রান্সক্রিপ্ট প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়লেন ডেরেক ও'ব্রায়েন

কি চ্যালেঞ্জ ছুঁড়লেন ডেরেক ও'ব্রায়েন ?

author-image
Debjit Biswas
New Update
derekk.jpg

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (EC) সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠকের পর তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কমিশনের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কমিশনের কর্মকর্তারা তৃণমূলের উত্থাপিত মূল প্রশ্নগুলোর কোনো উত্তর এড়িয়ে গেছেন এবং তাঁদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

derek obiren.jpg

তিনি বলেন,''বৈঠকের শেষে আমি রেকর্ড রেখে বলেছি, আপনারা ৫০ বা ৫৫ মিনিট ধরে কথা বললেন, কিন্তু আমাদের পাঁচটি প্রশ্নের একটিরও উত্তর দেননি।"