/anm-bengali/media/media_files/50raW1294xEJFOMBK6e4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে একের পর এক দুর্নীতি মামলায় বাড়ছে গ্রেফতারি। আর শারীরিক কারণে অভিযুক্তদের ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের সরকারি এক হাসপাতাল, এসএসকেএম। এবার আসরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোঁচা দিলেন স্বাস্থ্যমন্ত্রীকে। ছুঁড়লেন ৪টি প্রশ্ন। স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুভেন্দুর প্রথম প্রশ্ন, ''দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কৌস্তভ রায় ও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কতদিন ধরে এসএসকেএমকে ভর্তি ছিলেন? কতদিন তারা হাসপাতালের বেড আটকে রেখেছেন ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে?'' শুভেন্দুর দ্বিতীয় প্রশ্ন,''তাদের অসুস্থতা কি? আর তাদের চিকিৎসা শেষ হতে কত সময় লাগবে?'' তৃতীয় প্রশ্ন, ''এসএসকেএম-এএখনও পর্যন্ত তাদের চিকিৎসার জন্য কত জনসাধারণের টাকা খরচ হয়েছে?'' স্বাস্থ্যমন্ত্রীকে শুভেন্দুর শেষ প্রশ্ন, ''পশ্চিমবঙ্গের কতজন লোককে এসএসকেএম-এ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, এই কারণে যে এই গ্রেফতারকৃত ব্যক্তিদের জন্য শয্যা বরাদ্দ করা হয়েছে, তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে রক্ষা করার জন্য।'' স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরোক্ত প্রশ্নগুলি সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করার বার্তা দেন শুভেন্দু।
Will the WB Health Minister care to inform the people of West Bengal regarding the following :-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 31, 2023
1) Since when have the two accused, namely; Koustav Roy and 'Kalighater Kaku', arrested by the @dir_ed, have been provided beds/cabins at the prestigious SSKM Hospital?
2) What are…
/anm-bengali/media/post_attachments/pFm5yZQKufq4AuozEQ51.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us