নিজস্ব সংবাদদাতা: এবার লম্বা পোস্ট। নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
ফেসবুকে দেবাংশু লেখেন, নওশাদদা আমার বিরুদ্ধে ক্ষেপেছে গো! সেদিন আইএসএফের পুলিশের গাড়ি জ্বালানো, পাথর ছোঁড়া ভিড়কে দাঙ্গাবাজ বলেছি বলে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখেছে আমার বিরুদ্ধে! বলছে মুসলিম সমাজ নাকি ক্ষুব্ধ! কাল বিজেপিকে দাঙ্গাবাজ বললে বিজেপি চিঠি লিখে বলবে "হিন্দু সমাজ ক্ষুব্ধ!" কী দিনকাল পড়ল.. হে ঈশ্বর!
মুসলিম সমাজ কাকে বলে জানেন ভাইজান? সেদিন যখন NRC-র ভয় দেখিয়ে কোটি কোটি মুসলমানকে দেশে কোণঠাসা করে রাখা হচ্ছিল, সেদিন দল তৈরি করেননি কেন? বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে পার্টি তৈরি করেছিলেন কাদের ক্ষমতায় আসার রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য? কাদের ফান্ডিং ছিল ওই বিরাট বিরাট জনসভার পেছনে? মাসখানেক আগে যখন এক বৃদ্ধ মুসলমান চাচাকে মিথ্যা অপবাদে ট্রেনের মধ্যে আক্রমণ করা হলো, তখন সত্য উন্মোচন করতে এই দেবাংশুকে ভিডিও বানাতে হয়েছিল কেন? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার পার্টি? শেষ কবে মাইকের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে দাঙ্গাবাজ বলেছেন? চোর বলেছেন? মনে পড়ে? মুখ খোলাবেন না। অনেক গুলো স্ক্রিনশট এখনও রাখা আছে। কার সাথে কী কী আলোচনা করেছেন মেসেজে এসব বেরিয়ে এলে আপনার পার্টির সমর্থকরাই আপনাকে ত্যাগ করবে। সেগুলো প্রকাশ্যে এলে সুবিধা জনক হবে না আপনার জন্য।
বিজেপি যেমন ভাবে সব হিন্দু বুঝি তার পকেটস্থ, আপনিও সেই একই ভ্রান্ত বৃত্তে পাক খাচ্ছেন! না মোদী আর বিজেপি হিন্দুদের প্রতিনিধি, না আপনি বা আইএসএফ মুসলিম সমাজের প্রতিনিধি। মরীচিকা থেকে বেরিয়ে আসুন। ভাঙরের আইএসএফের বাইরে বেরিয়ে একটু প্রকৃত, সাধারণ, খেটে খাওয়া মুসলমানদের সাথে মেলামেশা বাড়ান.. অনেক ভুল ভাঙবে।
আর হ্যাঁ, সত্যিটা হজম করতে শিখুন।
/anm-bengali/media/media_files/ttKGTDq1cMQnES8e81qB.jpg)