New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: এসএসকেএম হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাট।নিহত বন্দির নাম বাবলু পোল্লে। বাড়িওয়ালাকে খুনের অভিযোগকে কেন্দ্র করে ছিলেন বন্দি। পুলিশ জেলে পিটিয়ে দেহ লোপাট করেছে বলে অভিযোগ পরিবারের। সপ্তমীর দিন মৃত্যুর খবর দেয় পুলিশ। নবমীর দিন এসএসকেএম হাসপাতালে এসে জানা যায় মর্গে দেহ নেই। ভবানীপুর থানার ওসি জানান দেহ অন্য কেউ নিয়ে চলে গেছে, দাবি করছে পরিবার।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us