নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত, এদিকে জীবিত স্বামীর নাম ডিলিট! ভোটার তালিকায় উলটপুরাণ রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামে। অভিযোগকারী ধীরেন মালের দাবি, ৫ বছর আগে স্ত্রী গত হয়েছেন। 'অথচ ভোটার তালিকা থেকে নাম কাটা যায়নি। তিনি বেঁচে থাকলেও ভোটার তালিকায় বাদ গেছে নাম!' তার জন্য বার্ধক্য ভাতা-সহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ ধীরেন মালের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রামপুরহাটের মহকুমা শাসকের।
/anm-bengali/media/media_files/2025/03/13/LGGHGBwRjmzEZETpCajo.jpg)